ভাই-বোন
এক অবিচ্ছিন্ন সম্পর্ক,
মৃত্যু অবধি পরস্পরের ভালোবাসা আর বন্ধন, একই বৃন্তেরই দুটি ফুল।
মধুরতা, স্নেহ আর মায়া মাতৃছায়ায় বেড়ে উঠার সময় থেকেই প্রতীয়মান।
কখনো বুকভরা ভালোবাসা কখনো একরাশ বেদনার আশ্রয়স্থল, উভয়েরই ভরসার কেন্দ্রস্থল যেন একে অপরের পরিপূরক।
কারন একই রক্ত প্রবাহিত, ঐ দুটি হৃদয়ে।
মেঘ আর বৃষ্টি সংস্পর্শ ব্যতিরেকে যেমন ধরনীকে সুন্দর রুপ দান করে না, এমন বন্ধনে আবদ্ধ এই দুটি হৃদয়।
এই সম্পর্কে আঘাতেও সুখ, আনন্দে ও সুখ, শাসন যেন ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
এখানে অভিযোগের উক্তিটা কোনো এক স্নেহের মায়ায় আটকা পড়ে আছে।
কারন-এই সম্পর্কটা ভাই-বোনের।