হে প্রেম
হে প্রেম
-ভাস্কর পাল
হে প্রেম; তোমা ছাড়া এ জগতে,
নিঃস্ব প্রতিটি প্রাণ!
হে প্রেম; তুমি আছো যতদিন!
এ বসুধা নীলিমাচ্ছন্ন,
মাধুর্যময় সৌন্দর্য আছে ততদিন।
হে প্রেম! তুমি সেই বসন্তের কল ধ্বনি!
তোমার স্পর্শে অন্তর হয় মধুময়,
তুমি পলায়ন;
তুমি ভেসে বেড়াও পালতোলা নাওয়ে,
উজান বেলায়।।
হে প্রেম!
তুমি এ জগতের বুকে অমূল্য রতন।
গায়ে আহ্লাদের গান,
সুর মধুময়, ভাঙে শৃঙ্খল।
হে প্রেম তুমি এক অম্লান আশা
তুমি প্রেমীর মুখের অন্তরিত ভাষা!
তুমি সত্য, তুমি দৃঢ়!
তুমি নও দুর্বল, হে প্রেম তুমি-
ভালোবাসার অপর নাম, স্নিগ্ধতার টান।
হে প্রেম!
তুমি অনুভূতি ঘেরা হৃদয়ের প্রলেপ,
তুমি গগনের সেই নীল শোভিত মেঘ!
ঘৃণা করে যারা তোমারে,
কলঙ্ক এনেছে যারা তোমার বুকে!
রক্তাক্ত লাল বর্ণে ওঠো ফুটে,
তুমি নিষ্পাপ, হে প্রেম তুমি নিষ্পাপ!!
তুমি অনুভূতি ঘেরা, অন্তরেতে করো বাস
মিলিত করো এক বন্ধনে দুটি প্রাণ
হে প্রেম! তোমা ছাড়া এ ধরাতল,
শ্বাসহীন এক মায়া জাল!!