অবকাশ -৬১
![]()
রঙীন সেতু পেরিয়ে যায় মানুষ
পথের বাঁক দীর্ঘ গন্তব্য পিছে ফেলে
সূর্যের তেজে ঝলসে যায় গাছেদের পাতা
ঝরে যায় একসময় শব্দহীন।
মানুষ মানুষের পৃথিবী একরাশ শুভেচ্ছা
গাছেদের জীবন মানুষের জীবন অদ্ভুত
রক্তবিন্দুতে বিষাদের ছায়া আঁকে রঙমিছিল
মানুষ পালিয়ে গিয়ে বাঁচে কিন্তু গাছেরা পালাতে পারে না কারণ তারা স্থির।
শূন্যের উপর দাঁড়িয়ে এক পৃথিবী স্বপ্ন মিথ্যা হয়
সাগরের জলে ভাসে নিস্তব্ধতা আর চোখের নীচে আশ্রয় চাপা।
অভাবী মন খোঁজে ঠিকে থাকার ঠিকানা
কিন্তু হৃদয়ের ভিতর তৃতীয় বিশ্বযুদ্ধ
আর স্টেনগান বুলেটের বর্ষণ অবিরত।
রঙীন সেতু একসময় পুরাতন হয়
কমে যায় মানুষের ব্যস্ততা কমে যায় নির্ভরশীলতা
কারণ বিকল্পের সন্ধানে মানুষ মত্ত থাকে চিরকাল
আর একসময় বিকল্প পেয়েও যায় নির্দ্ধিধায়।।
© Abhijit Halder
02.11.2023
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)