তুইই মাঠ — তুইই বল — তুইই ব্যাট
![]()
তুইই মাঠ — তুইই বল — তুইই ব্যাট
কলমে – সুব্রত পণ্ডিত
++
মেয়েরা পারে বলেই
আজ সকলের কণ্ঠে গল্পগুলো ভালো।
ভোরে জানালার কাঁচে হাত রেখে,
দেখে নিজের প্রতিচ্ছবি—
বলছে, “এবার তুইই মাঠ।
তুইই বল। তুইই ব্যাট।”
এমন ভোরে সূর্যও নতুন লাগে,
যেন লজ্জায় মুখ ঢাকে আলোয়।
রাস্তার পাশে ঝরে পড়া আমপাতার মতো,
শৈশব ভিজে গেছে বহু বৃষ্টিতে,
তবু শুকায়নি—
জল ধরে রেখেছে, নিজের ভিতর আগুন বানিয়ে।
রাতের শেষ তারাটা নিভে যাওয়ার আগে
একটি মেয়ে চোখ মেলে—
তার চুলে এখনও ঘুমের গন্ধ,
কিন্তু চোখে বিদ্যুতের রেখা।
আজ যে মাঠ জেগে আছে,
হৃদয়কে ধরো, মাঠেই হবে দেখা।
একটি থেকে দুটি,
দুটি থেকে অসংখ্য প্রেরণা।
হাতের মুঠোয় স্বপ্ন, চোখে আগুন,
ঐক্যের জোরে জেগে ওঠে হাজার মেয়ে—
তারা মাঠে ঘাটে জয় লিখছে নিজের নামে।
মেয়েরা পেরেছে বলেই
আজ সকলের কণ্ঠে গল্পগুলো ভালো।
আজ প্রতিটি জানলা খুলে বলছে—
“দেখো, নতুন পৃথিবী আসছে!”
যেখানে মেয়েরা নিজেরাই লিখছে
সাহিত্য-বিজ্ঞান-ভূগোল-ইতিহাস।।
আকাশের দিকে তাকিয়ে
আনন্দে, দুহাত জুড়ে প্রার্থনায় রত।
সবাই দেখছে ওর প্রতিচ্ছবি—
বলছে, “এবার তুইই মাঠ।
তুইই বল। তুইই ব্যাট।”
মেয়েরা পারছে বলেই—
আজ সকলের কণ্ঠে গল্পগুলো এত ভালো।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)