ব্যর্থতা-৬৫
জাহাজের পাটাতন জুড়ে
দূর বহুদূর যেতে হয়েছে ।
কখনও বাড়ির পথ জুড়ে এক অসম্ভব সুন্দর ছায়াপথ অপেক্ষা করে থাকতো কখন আমি ফিরবো
এই ভেবে
বকুল ফুল ফুটে থাকতো ডালে ডালে
চোখ বুলিয়ে যেতাম দুই একবার কাজের ফাঁকে
তখন বুঝিনি আমার বুকের বামপাশে যে ফাঁকা একটু জমি পড়ে আছে সেখানে খোঁড়া হবে
ভালোবাসার মানচিত্র প্রস্তুত করার জন্য…
এখনো বসন্ত আসে পাখিরা গান গাইতে গাইতে ক্লান্ত হয়ে পড়ে, কিছুটা বিশ্রাম নিয়ে আবারও শুরু করে, সে সব গান ভোলার মতো নয় !
বাস্তবে দেখা গিয়ে কোথাও যেন স্বপ্নের মতো অদৃশ্য হয়ে যায়! এই শহরের প্রতিটি ইটের টুকরো বলে দেয় জীবনের প্রথম ছাএ কিংবা ছাত্রীর নীল গোলাপী স্বপ্নগুলো ডায়েরির পাতায় ভাঁজ পড়ে থাকে অলিখিত আকারে
সেখানে একটি মাএ ও শব্দ লিখলে জরিমানা হতে পারে !!
টাকার অঙ্কে যেটা দাঁড়ায় আনুমানিক একশো উনিশ টাকার মতো ।