সুখের খোঁজে
254 total views
সুখের খোঁজে
হাকিকুর রহমান
কাঁপা কাঁপা সুখের খোঁজে
জীর্ণ হৃদয় কিউবা বোঝে।
শীতল হাওয়া বইছে মাঠে
চিন্তা করেই কালযে কাটে।
সামনে চলার পথটা হারাই
পা বাড়িয়ে কোথায় দাঁড়াই।
গতির পিছে অতীত ফুরায়
ভ্রান্ত পথের ক্লান্তি কুড়ায়।
ঘুণধরা পথ হুতাশ ছড়ায়
দিনের সূর্য সাঁঝেই গড়ায়।
Subscribe
Login
0 Comments